সাংবাদিক ও সাংস্কৃতিক আন্দোলনের পুরোধা কামাল লোহানি প্রয়াত
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: প্রয়াত হলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক কামাল লোহানি (৮৭)। সাংস্কৃতিক আন্দোলনকারী হিসেবেও তাঁর জনপ্রিয়তা ছিল। দেশে মুক্তচিন্তা প্রতিষ্ঠা করতে তাঁর দীর্ঘ লড়াই ছিল। এই মুক্তিযোদ্ধা করোনা সংক্রমণে মারা গিয়েছেন বলে খবর। বিশিষ্ট এই ব্যক্তিত্ব ‘একুশে পদকের’ মতো সম্মানে ভূষিত হয়েছিলেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা যুদ্ধে জয়ের খবর তিনিই প্রথম শুনিয়েছিলেন বাংলাদেশের মানুষকে।
তৎকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বার্তা বিভাগের প্রধান ছিলেন। বাহান্নোর ভাষা আন্দোলনে যোগ দিয়ে গ্রেপ্তার হয়েছিলেন। বিভিন্ন সংবাদপত্রে গুরুত্বপূর্ণ পদে তিনি আসীন ছিলেন। ১৯৬৭ সালে গড়ে তুলেছিলেন রাজনৈতিক একটি বামপন্থী সাংস্কৃতিক সংগঠন ‘ক্রান্তি’। কলকাতার সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ ছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, একজন প্রগতিশীল ব্যক্তিত্ব ও অসাম্প্রদায়িক চেতনার অসাধারণ যোদ্ধাকে হারালাম।