কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আগামী ১ জুলাই থেকে কালীঘাট মন্দির খুলছে। সূত্রের খবর, মন্দির কমিটি বৈঠক করে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। মন্দির খোলা থাকবে ভোর ৬টা থেকে দুপুর ১২টা ও বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত। মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, ১০ জন করে দর্শনার্থী মন্দিরে প্রবেশ করতে পারবেন। তবে প্রবেশ করা যাবে না মন্দিরের গর্ভগৃহে। ফুল ও পুজোর অন্যান্য সামগ্রী নিয়েও প্রবেশ করা যাবে না। শুধুমাত্র করা যাবে কালী মায়ের দর্শন। ২ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে ভক্তদের। বেরনো যাবে ৪ নম্বর গেট দিয়ে।