ফের মত বদল, ২ ও ৯ আগস্ট হচ্ছে না লকডাউন
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ ঘোষণার পরেও আবারও প্রত্যাহার লকডাউন পর্বের। আগামী ২ আগস্ট ও ৯ আগস্ট রাজ্যে হবে না সম্পূর্ণ লকডাউন।সূত্রের খবর, উৎসবের কথা ভেবেই সম্পূর্ণ লকডাউনের সূচিতে এই রদবদল।জানা গিয়েছে, বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত৷ট্যুইট করে এ খবর জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২,৫,৮,৯,১৬,১৭,২৩,২৪ও ৩১ আগস্ট তারিখ সম্পূর্ণ লকডাউনের কথা ঘোষণা করেছিলেন। এরপর ২ও ৯ আগস্ট দিন দুটি বাতিল হয়েছে।

