কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : দুর্গাপুজোও এবার অনলাইনে। করোনার আবহে বাজেট কমাতে চলেছে বেশিরভাগ পুজো কমিটি। জাঁকজমক কিছুটা কমবে, তা আঁচ করা যাচ্ছে। অন্যদিকে পুজো দেখতে মানুষের ভিড় হবে কতটা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। সূত্রের খবর, কলকাতার নামকরা পুজোগুলি এবার অনলাইনে ঠাকুর দেখার আয়োজন করার দিকেও এগিয়ে চলেছে। প্রসঙ্গত, পুজোর প্রায় ৩ মাস বাকি। এই সময় অন্যান্য বছর জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে যায়। একে অপরকে টেক্কা দিতে চলে পুজোর থিমের রূপদান। প্রতিবছর কয়েক হাজার মানুষের রুটি-রুজির সংস্থান হয় দুর্গাপুজোয়। এবারের ছবিটা একেবারেই ভিন্ন। অনেক পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পুজোর বাজেট নিয়ে ভাবা হয়নি। চলতি মাসের শেষের দিকে এই বিষয়ে কমিটির বৈঠক ডাকা হবে।
স্পনসর হিসেবে কাদের পাওয়া যাবে, কত টাকা পাওয়া যাবে, তা নিয়ে আলোচনা করব। অন্যান্যবারের জৌলুস এবার থাকবে না। বাজেট কাটছাঁট হবেই। সরকারি বিধি-নিষেধই বা কতটা থাকবে, তা এখনই বলা সম্ভব নয়। মানুষ কতটা সাড়া দেবে, তা নিয়েও উদ্বেগ। জানা গিয়েছে, দর্শনার্থীদের কথা ভেবেই এবার অনলাইনে ঠাকুর দেখার পথে এগিয়ে চলেছে কলকাতার নামকরা পুজো কমিটিগুলি। আবার শহরের পুজো উদ্যোক্তাদের মঞ্চ “ফোরাম ফর দুর্গোৎসব” ঠিক করেছে, তারা অনলাইনেই পুজো দেখাবে দর্শকদের।