Royal Bengal Tiger-1Miscellaneous 

সুন্দরবনের গোসাবায় বাঘের কবলে মৎস্যজীবী

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কাঁকড়া ধরতে গিয়ে বাঘের গ্রাসে। সূত্রের খবর, কাঁকড়া ধরার সময় বাঘে তুলে নিয়ে গেল এক মৎস্যজীবীকে। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের গোসাবা দ্বীপের পীরখালি জঙ্গলে। ওই মৎস্যজীবীর নাম মনোয়ারা মণ্ডল। লাহিড়ীপুরের জেমসপুরের বাসিন্দা ওই মৎস্যজীবী। বয়স ৬৫ বছর। এই খবর পাওয়ার পর বন দপ্তরের মানুষজন ঘটনাস্থলে যায়। বিকেল পর্যন্ত দেহ উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রের আরও খবর, ভোরে আরও ২ জন সঙ্গীকে নিয়ে নৌকা করে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। দুপুরে জাল টানার কাজে ব্যস্ত থাকার সময় তখন পিছন দিক থেকে বাঘ এসে তুলে নিয়ে যায়। চলতি মাসে এ নিয়ে ৩ জন মৎস্যজীবী বাঘের হামলার মুখোমুখি হতে হল।

Related posts

Leave a Comment