কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : চাষিদের ভাতা দিতে নির্দেশ। সূত্রের খবর, জমির সময়মতো মিউটেশন না হওয়ার ফলে অনেক চাষি কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলে বিভিন্ন মহলে অভিযোগ। এক্ষেত্রে জানা গিয়েছে, আপাতত চাষিদের জমির মালিকানা নিয়ে স্বেচ্ছা ঘোষণা পাওয়ার পরই তাঁদের কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নবান্ন সূত্রের খবর, ব্লকে ব্লকে ভূমি আধিকারিকের এ নিয়ে বিশেষ সতর্কও করেছেন মুখ্যমন্ত্রী। মিউটেশন পেতে দেরি হলে আপাতত চাষিরা নিজেরা কোনও জমির মালিক বলে দাবি করলে তার ভিত্তিতেই টাকা দিয়ে দিতে হবে বলেও জানা গিয়েছে।

