Home Miscellaneous কলকাতার আইআইএসইআর বিশ্ব গবেষণায় ৫৯ নম্বরে স্থান

কলকাতার আইআইএসইআর বিশ্ব গবেষণায় ৫৯ নম্বরে স্থান

9
0
IISER
IISER

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বে ১০০টি গবেষণা সংস্থার মধ্যে ৫৯ নম্বরে স্থান করে নিল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন এন্ড রিসার্চ (আইআইএসইআর) কলকাতা। সূত্রের খবর, ‘নেচার ইনডেক্স’ বিশ্বের সেরা ৮২টি বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত গবেষণাপত্রের ওপর সমীক্ষা চালিয়ে থাকে। উন্নতমানের গবেষণার ক্ষেত্রে এই তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকাতে পৌঁছে যাওয়া অত্যন্ত মর্যাদাপূর্ণ বলে মনে করছে বিজ্ঞানী ও গবেষকরা।

এক্ষেত্রে আরও জানা গিয়েছে, মাদ্রাজ আইআইটি এই তালিকায় রয়েছে ৮২ নম্বরে। আবার আইআইএসইআর কলকাতা ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে পঞ্চমস্থানে। উল্লেখ্য, বিশ্বের সেরা ৫০০টি গবেষণা ও শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় ভারতীয় সংস্থা রয়েছে মাত্র ১০টি। সেই তালিকায় আইআইএসইআর কলকাতার স্থান ৩৪০ নম্বরে। অন্যদিকে, দেশে আইআইএসইআর রয়েছে মোট ৭টি। ২০০৬ সালে প্রথম দুটি স্থাপিত হয়েছিল কলকাতা ও পুনেতে। গবেষণার উন্নতমান ধরে রাখাই এখন লক্ষ্য এই প্রতিষ্ঠানের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here