aamfan surveyMiscellaneous Trending News 

আম্ফানের জেরে ক্ষতিগ্রস্ত বাড়ির সমীক্ষা শুরু কলকাতা পুরসভার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কলকাতা পুরসভা সমীক্ষা শুরু করেছে। আম্ফান তান্ডবের জেরে শহরে কত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানতে। সূত্রের খবর, বরোভিত্তিক এই সমীক্ষায় ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের আর্থিক সাহায্য করা হবে বলে পুরসভা সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে, পুরসভার বিল্ডিং বিভাগ সূত্রে জানা গিয়েছে, ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের মাসিক রোজগার কেমন, তার ভিত্তিতেও পাওয়া যাবে এই ক্ষতিপূরণ।

বিপিএল তালিকাভুক্তদের এই ক্ষতিপূরণ দেয়া হবে। উল্লেখ্য, আম্ফানের জেরে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ২০ হাজার টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করে রাজ্য সরকার। অন্য একটি সূত্র থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, ১৬টি বরোর মধ্যে কয়েকটি বরোর ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা তৈরি হয়ে গিয়েছে।

Related posts

Leave a Comment