কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ নোবেল করোনার প্রভাবে বিশ্বে সবকিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে।এর রেশ কাটতে বেশ কিছুদিন সময় লাগবে বলে মনে করছে বিশ্ব ব্যাংক।এরই মধ্যে মুখ থুবড়ে পড়েছে ছোট ও মাঝারি শিল্পগুলি।বেশির ভাগই বন্ধ হওয়ার মুখে।এর ফলে কাজ হারাতে চলেছেন প্রায় ৪৪ কোটি মানুষ , বলে মনে করছে সংস্থা।করোনার ফলে বিশ্বে নেমে এসেছে খাদ্যসংকট ও দারিদ্রতা।আফ্রিকা ও এশিয়ার দারিদ্র দেশ গুলির সংকট সবচেয়ে বেশি।আগামী বছরেও দারিদ্রতা থেকে একটু সুরাহা হবে এমন কোনও আভাস পাওয়া যাচ্ছে না, বলে মনে করছেন বিশ্বব্যাংকের কর্তারা।২০২০ তে প্রকাশিত গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাসে বলা হয়েছে বিশ্বে প্রায় ১০ টি দরিদ্র দেশ এই অতিমারীরির কারণে চরম দারিদ্রতার শিকার হবে।আগামী বছর বিশ্ব অর্থনীতির চাকা যখন আস্তে আস্তে ঘুরে দাঁড়াবে তখন কিছুটা উন্নতি লক্ষ করা যেতেও পারে। উল্লেখ্য ,বিশ্বে এক-তৃতীয়াংশ দরিদ্রের বাস ভারত সহ আফ্রিকার গরিব দেশগুলোতে।এই দেশ গুলোতে জন সংখ্যার বৃদ্ধির হার এবং তার সঙ্গে জিডিপি বৃদ্ধি বিশেষ সন্তোষজনক নয়। ফলে খুব একটা সুরাহা হবে বলে মনে করছে না বিশ্ব-ব্যাঙ্কের কর্তা -ব্যক্তিরা।