Home Miscellaneous জর্ডনের ১০০ মিলিয়ন দান

জর্ডনের ১০০ মিলিয়ন দান

36
0
Michael Jordan
Michael Jordan

আমার বাংলা অন লাইন নিউজ ডেস্কঃ কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আমেরিকার বিখ্যাত ব্যাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডন ১০০মিলিয়ন ডলার দান করলেন। কৃষ্ণাঙ্গদের সমান অধিকারের আন্দোলনে এই অর্থ প্রদান করলেন তিনি। ওই ব্যাস্কেটবল খেলোয়াড় প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন আগেই। জর্জ ফ্লয়েডের পুলিশের হাতে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে যে তোলপাড় শুরু হয়েছে গোটা আমেরিকায়, সেই আন্দোলনকে আরও শক্তিশালী করার কাজ করবেন তিনি।সূত্রের খবর, তিনি রাজনীতির লোক না হওয়া সত্বেও তার জনপ্রিয়তার জন্য বিষয়টি ব্যাপক সারা ফেলেছে ওই দেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here