MaskMiscellaneous 

করোনা সতর্কতায় সুরক্ষায় বিশেষজ্ঞদের নির্দেশিকা

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ পোশাকের মতোই মাস্ক পড়া রপ্ত করুন।ইতিমধ্যেই মাস্ক পড়া, হাত ধোওয়া বা স্যানিটাইজ করার বিষয়টি জেনে গিয়েছেন।বিশেষজ্ঞরা বলছেন, সুরক্ষিত থাকতে সাবধানী হন।বাতাস প্রবেশ করার দুটি পথ- নাক ও মুখ ঢেকে রাখা জরুরি।চোখ ঢাকতে চশমা ও রোদ চশমা ব্যবহার করুন।ফেস শিল্ড একসঙ্গে চোখ-মুখ ও নাক ঢেকে দেয় বলে আরও বেশি সুরক্ষা বাড়ে।ইতিপূর্বে আমরা বিধি-নিষেধ ও সাবধানতার বিষয়গুলি উল্লেখ করেছি।বিশেষজ্ঞদের পরামর্শ ও নির্দেশগুলো একনজরে তুলে ধরা হল।অস্বস্তি হলে আরামদায়ক মাস্ক ব্যবহার করবেন।অন্যদিকে ছোট ও কম বয়সিদের আগ্রহ বাড়ানোর জন্য ম্যাচিং মাস্ক দিতে পারেন।নির্দিষ্ট জায়গায় মাস্ক রাখবেন।খেয়াল রাখার জন্য এটা জরুরি।প্রতিদিন ২জনকে মাস্ক ব্যবহার করার পদ্ধতি শেখান।

Related posts

Leave a Comment