কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ পোশাকের মতোই মাস্ক পড়া রপ্ত করুন।ইতিমধ্যেই মাস্ক পড়া, হাত ধোওয়া বা স্যানিটাইজ করার বিষয়টি জেনে গিয়েছেন।বিশেষজ্ঞরা বলছেন, সুরক্ষিত থাকতে সাবধানী হন।বাতাস প্রবেশ করার দুটি পথ- নাক ও মুখ ঢেকে রাখা জরুরি।চোখ ঢাকতে চশমা ও রোদ চশমা ব্যবহার করুন।ফেস শিল্ড একসঙ্গে চোখ-মুখ ও নাক ঢেকে দেয় বলে আরও বেশি সুরক্ষা বাড়ে।ইতিপূর্বে আমরা বিধি-নিষেধ ও সাবধানতার বিষয়গুলি উল্লেখ করেছি।বিশেষজ্ঞদের পরামর্শ ও নির্দেশগুলো একনজরে তুলে ধরা হল।অস্বস্তি হলে আরামদায়ক মাস্ক ব্যবহার করবেন।অন্যদিকে ছোট ও কম বয়সিদের আগ্রহ বাড়ানোর জন্য ম্যাচিং মাস্ক দিতে পারেন।নির্দিষ্ট জায়গায় মাস্ক রাখবেন।খেয়াল রাখার জন্য এটা জরুরি।প্রতিদিন ২জনকে মাস্ক ব্যবহার করার পদ্ধতি শেখান।