কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: মা হলেন কোয়েল। টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক ও প্রযোজক নিসপাল সিং রানের জীবনে এল তাঁদের প্রথম সন্তান। দাদু হলেন বাংলা ছবির বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক।
পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, কোয়েল পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এবং মা ও সদ্যোজাত সন্তান দু’জনেই সুস্থ রয়েছে। উল্লেখ্য, ২০১৩ সালে কোয়েল-নিসপালের বিয়ে হয়। লকডাউন পরিস্থিতিতে নাতিকে হাসপাতালে দেখতে যেতে পারেননি রঞ্জিত মল্লিক। ভবানীপুরের মল্লিকবাড়িতে উৎসবের পরিবেশ।