কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : সিনেমা হলেই মুক্তি পাবে জয়ললিতার বায়োপিক। সূত্রের খবর, লকডাউনের মধ্যে বেশ কিছু ছবি ডিজিটাল প্লাটফর্মে মুক্তি পাচ্ছে। জানা গিয়েছে, প্রয়াত তামিল রাজনীতিবিদ জয়ললিতার বায়োপিক “থালাইভি” ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। অন্যদিকে ট্রেড অ্যানালিসিস্ট তরুণ আদর্শ ট্যুইটারে একটি পোস্ট করে জানিয়েছেন, এই খবরের সত্যতা নেই। সিনেমার শ্যুটিং এখনও বাকি রয়েছে। ছবিটি অনলাইনে নয়, দেশজুড়ে প্রেক্ষাগৃহেই মুক্তি পাবে। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা রানাওয়াত। সূত্রের আরও খবর, সিনেমার ক্লাইম্যাক্স দৃশ্যের শ্যুটিংয়ের জন্য ৩০০ জনের বেশি লোকজন প্রয়োজন। আগামী ১৫ জুন থেকে মহারাষ্ট্রে শ্যুটিং শুরু হলে তারপর “থালাইভি”-র বাকি অংশের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যায়।