কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ অক্ষয় কুমার বলিউডের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে এখন সবচেয়ে বেশি ছবি নিয়ে কাজ করছেন।কোন ছবি কবে প্রকাশিত হবে তাই নিয়ে প্রযোজকদের হিমশিম খাওয়ার অবস্থা।লকডাউনের ফলে তাঁর ‘লক্ষী বোম্ব’, ‘সূর্যবংশী’ ছবির মুক্তি আটকে যায়।প্রথম ছবিটির ভার্চুয়াল রিলিজ হবে বলেও শোনা যাচ্ছে।লকডাউনের পরবর্তী পর্যায়ে কোন ছবি তিনি আগে করবেন তা নিয়ে জল্পনা চলছে।এরই মধ্যে ধীরে ধীরে বলিউডের কাজ শুরু হচ্ছে।শুটিং শুরু হবে বলে শোনা যাচ্ছে।’বেলবটম’ ছায়াছবির শুটিং এর জন্য জুলাই মাসে লন্ডন যাওয়ার কথা চলছে।তাঁর ঘনিষ্ট-মহল সূত্রে জানা যায়, ছবির কাজ ঠিকমত চললে জানুয়ারিতে তা মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।