কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ খালি চোখে সূর্য গ্রহণ দেখা একদম বারণ। বলছেন চোখের বিশেষজ্ঞ ডাক্তাররা।সূর্য্য থেকে নির্গত অতিবেগুনি রশ্মি চোখের ভিতর রেটিনায় অবস্থিত একটি ক্ষুদ্র অংশ ম্যাকুলায় প্রবেশ করে।যার ফলে আমরা দেখতে পাই।মাকুলা ফটো সেনসিটিভ হওয়ায় খুব সহজেই পুড়ে যাওয়ার আশক্ষা থাকে।একে ম্যাকুলা বার্ন বলা হয়।এরফলে দৃষ্টি ঝাপসা হয়ে যায়।মাসখানেক বা দীর্ঘস্থায়ী হতে পারে এই অবস্থা।এর কোনও চিকিৎসা নেই।তাছাড়া করোনাকালে ডাক্তারের কাছে যাওয়া প্রায় অসম্ভব।তাই সূর্য গ্রহণ দেখার ব্যাপারে সকলকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ ডাক্তাররা।একান্তই যদি দেখার ইচ্ছা থাকে তাহলে সরাসরি সূর্যের দিকে পর্যবেক্ষণ না করে পরোক্ষ উপায় গুলি বেছে নিতে বলেছেন তাঁরা।যেমন, একটি বড় কার্ডবোর্ড যা সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলতে পারে তার মাজখানে একটি আলপিনের ছিদ্র করে, বোর্ডটির তিন ফুট দূরে একটি সাদা কাগজের পর্দা রেখে প্রতিবিম্ব ফেলে গ্রহণ পর্যবেক্ষণ করা যেতে পারে।