কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কল্যাণী পুরসভা সবুজ ফেরাতে উদ্যোগী হল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০০ বৃক্ষরোপণের পরিকল্পনা গ্রহণ করেছে ওই পুরসভা। পাশাপাশি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ৫০০টি গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে। জুনের প্রথম সপ্তাহ থেকেই এই বৃক্ষরোপণ শুরু হবে হবে জানা গিয়েছে। উল্লেখ্য, আম্ফান তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রিন শহর বলে খ্যাত কল্যাণী।
শহর জুড়েই প্রায় ৫০০ গাছ উপড়ে গিয়েছে বলে জানা যায়। গাছ ভেঙে পরে বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত। পরিবেশ রক্ষায় এবার গাছের চারা লাগানোর বিষয়ে তৎপর হয়েছে কল্যাণী পুরসভা। তীব্র আম্ফান দাপট থেকে কল্যাণী শহরকে বড় বড় গাছগুলি অনেকটাই রক্ষা করতে পেরেছে বলে মনে করেছেন পরিবেশ বিশেষজ্ঞরা।