কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান বিধ্বস্ত করেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার একাধিক নদীবাঁধ। নদীর জল প্লাবিত করেছে এলাকা। বিপর্যস্ত হয়েছে ফসলের ক্ষেত ও জনজীবন। পূর্ণিমার কোটালের আগে আম্ফান বিধ্বস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন বাঁধ দ্রুত মেরামত করার নির্দেশ দিলেন রাজ্যের সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, কোলাঘাটে তাপবিদ্যুৎ কেন্দ্রের গেস্টহাউস থেকে সেচমন্ত্রী উচ্চপদস্থ অফিসার এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন।
ওই বৈঠকে সাইক্লোন বিধ্বস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার উচ্চপদস্থ অফিসার ও ইঞ্জিনিয়াররা অংশ নিয়েছিলেন। ওই বৈঠকে আম্ফান বিধ্বস্ত হিঙ্গলগঞ্জ, গোসাবা, সন্দেশখালি, পাথরপ্রতিমা সহ সুন্দরবন এলাকার ক্ষতিগ্রস্ত নদীবাঁধগুলির দ্রুত মেরামত করার নির্দেশ দিয়েছেন সেচমন্ত্রী।