বিজেপি শিবিরে ‘সোনার মেয়ে’ জ্যোতির্ময়ী
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ প্রাক্তন অ্যাথেলিট জ্যোতির্ময়ী শিকদার বিজেপিতে যোগদান করলেন।রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন।ট্রাক থেকে অবসর গ্রহণের পর রাজনীতিতে যোগদান করেন জ্যোতির্ময়ী।উল্লেখ্য, ২০০৪ সালে কৃষ্ণনগর থেকে তিনি বাম প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন।এরপর ২০০৯ সালে লোকসভা নির্বাচনে পরাজিত হন তাপস পালের কাছে।পরবর্তীতে বিধানসভা ভোটে সোনারপুর উত্তর কেন্দ্র থেকে বাম প্রার্থী হয়ে লড়েছেন তিনি।সেবারও বিধানসভা নির্বাচনে পরাজিত হন।সিপিএম থেকে বিজেপিতে যোগদান করায় রাজনৈতিক মহলে জোর জল্পনা।