Supreme-Court-of-IndiaMiscellaneous 

১৫ দিনের মধ্যে ইচ্ছুক পরিযায়ীদের রাজ্যে ফেরাতে হবে: সুপ্রিমকোর্ট

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: সম্পূর্ণ কর্মহীন অবস্থায় যেসব পরিযায়ী শ্রমিক এখনও ভিনরাজ্যে আটকে রয়েছেন, আগামী ১৫ দিনের মধ্যে তাঁদের বাড়ি ফেরানোর নির্দেশ দিল সুপ্রিমকোর্ট। শীর্ষ আদালত এই নির্দেশ জারি করেছে কেন্দ্র ও রাজ্যগুলির জন্য।

পরিযায়ী শ্রমিকদের দুর্দশা নিয়ে একটি জনস্বার্থ মামলার শুনানিতে মঙ্গলবার সুপ্রিমকোর্ট জানায়, শ্রমিকদের তাঁদের নিজের রাজ্যে ফেরার জন্য আবেদনের ২৪ ঘন্টার মধ্যে ট্রেনের ব্যবস্থা করতে হবে কেন্দ্র সরকারকে। শীর্ষ আদালতের মন্তব্য, রেজিস্ট্রেশনের মাধ্যমে চিহ্নিতকরণ করতে হবে পরিযায়ীদের। একইসঙ্গে নিজের রাজ্যে ফেরার পর কর্মহীন পরিযায়ী শ্রমিকদের কাজের কী বন্দোবস্ত করা হচ্ছে, সেই পরিকল্পনা রাজ্য সরকারগুলোকে আদালতে পেশ করারও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

সুপ্রিমকোর্টের বেঞ্চ এদিন জানিয়েছে, পরিযায়ী শ্রমিকদের চিহ্নিত করার ব্যবস্থা করতে কেন্দ্র ও রাজ্যগুলিকে তালিকা তৈরি করতে হবে। তাদের কাজের ব্যবস্থা, স্কিল ম্যাপিং সহ যাবতীয় ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, গত শুক্রবার দিল্লি ও উত্তরপ্রদেশ সরকার সুপ্রিমকোর্টকে জানিয়েছিল, বহু পরিযায়ী শ্রমিক তাঁদের নিজেদের রাজ্যেই ফিরতে চাইছেন না।

Related posts

Leave a Comment