কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: জনসন অ্যান্ড জনসন করোনা টিকার শরীরে প্রয়োগ শুরু করবে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ। সূত্রের খবর, প্রাথমিকভাবে জানা গিয়েছিল, সেপ্টেম্বর থেকে হবে এই পরীক্ষা। দ্রুত টিকা বার করার লক্ষ্যে পরীক্ষার সময় এগিয়ে আনছে। জানা গিয়েছে, এই সংক্রান্ত বিষয় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে জনসন অ্যান্ড জনসন। ১০০ কোটি টিকা তৈরির পরিকাঠামো নির্মাণের জন্য এই চুক্তি হয়েছে বলে খবর।
উল্লেখ্য, করোনা ভাইরাসের এখনও কোনও স্বীকৃত চিকিৎসার সন্ধান পাওয়া যায়নি। গোটা বিশ্বে করোনার জেরে কয়েক লক্ষ মানুষের প্রাণ চলে গিয়েছে। জনসন অ্যান্ড জনসনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি পার্শ্বপ্রতিক্রিয়াহীন ওষুধ প্রয়োগের পর এই টিকা মানব শরীরে প্রয়োগ করা হবে. ১৮ থেকে ৬৫ যে তার বেশি বয়সী ১,০৪৫ জন স্বাস্থ্যবান ব্যক্তিকে বেঁচে নেওয়া হয়েছে। পরীক্ষা চলবে আমেরিকা ও বেলজিয়ামে।