Home Miscellaneous বেসরকারি স্কুলের ফি নিয়ে পদক্ষেপ

বেসরকারি স্কুলের ফি নিয়ে পদক্ষেপ

4
0
private school
private school

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাজ্য সরকার বেসরকারি স্কুল পড়ুয়াদের ফি-এ লাগাম টানতে কড়া নির্দেশিকা জারি করে। এরপরও শহর ও শহরতলীর একাধিক স্কুল বর্ধিত ফি নিচ্ছে বলে অভিযোগ উঠছে। আরও অভিযোগ, অনলাইনে ৩০ মে-র মধ্যে মার্চ, এপ্রিল ও মে মাসের ফি জমা দিলে তবেই লেট ফাইন মুকুব হবে। এইসব নিয়ে ব্যাপক ক্ষোভ অভিভাবকদের মধ্যে।

সূত্রের খবর, মহানগর ও শহরতলীর ৩০টির বেশি প্রাইভেট স্কুলের অভিভাবকদের সংগঠন ইউনাইটেড গার্ডিয়ান্স ফোরাম (ইউজিএফ) অনলাইনে সই সংগ্রহ শুরু করেছে। উল্লেখ্য, রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গত ৮ এপ্রিল বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়ানোর আবেদন করেন। স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব মণীশ জৈনও নির্দেশিকা জারি করেন।

ইউজিএফ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও স্কুল শিক্ষা দপ্তর বেসরকারি স্কুলগুলিকে ফি না বাড়াতে যে আবেদন করেছিলেন, সেই আবেদন অগ্রাহ্য করে বহু স্কুল ফি বাড়িয়েছে। এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে আমরা ফের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here