Home Miscellaneous গোটা দুনিয়ায় সাইবার অপরাধের মাত্রা বেড়েছে

গোটা দুনিয়ায় সাইবার অপরাধের মাত্রা বেড়েছে

27
0
Izumi Nakamitsu
Izumi Nakamitsu

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে সাইবার অপরাধ বেড়েছে ৬০০ শতাংশ, এই পরিস্থিতিতে উদ্বিগ্ন রাষ্ট্রসঙ্ঘ। জানা গিয়েছে, করোনা আবহের মধ্যে গোটা দুনিয়ায় সাইবার অপরাধের মাত্রা বেড়েছে। এমনই আশঙ্কার কথা শুনিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের নিরস্ত্রীকরণ বিষয়ক অধিকর্তা আইজুমি নাকামিৎসু। এক্ষেত্রে তিনি দাবি করেছেন, বিশ্বব্যাপী মহামারীর মধ্যেই ভুয়ো ই-মেলের পরিমাণ প্রায় ৬০০ শতাংশ বেড়েছে।

পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা গবেষণাও সাইবার অপরাধীদের নিশানা থেকে রেহাই পায়নি। তাঁর আরও অভিমত, করোনা ও লকডাউনের জেরে হঠাৎ করে ডিজিটাল পরিষেবার উপর মানুষের নির্ভরশীলতা বেড়ে গিয়েছে। যা প্রযুক্তিগত উন্নতির শুভ সঙ্কেত হলেও অপরাধীরা এর সুযোগ নিচ্ছে। তথ্য ও প্রযুক্তির অপব্যবহার করার নজিরও বেড়েছে বলে মতামত তাঁর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here