Home Miscellaneous আম্ফান বিপর্যয়ের ছবি তুলছে ৩০টি ড্রোন

আম্ফান বিপর্যয়ের ছবি তুলছে ৩০টি ড্রোন

34
0
drone
drone

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান বিধ্বস্ত এলাকায় নিখুঁত চিত্র তুলে ধরতে ৩০টি ড্রোন নামানো হয়েছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির যে হিসেবে পাওয়া গিয়েছিল, তার চেয়েই অনেক বেশি ভয়ঙ্কর ধ্বংসলীলার ছবি উঠে এসেছে ড্রোনে। বিধ্বস্ত বসতবাড়ি, প্লাবিত চাষের জমি, বিদ্যুতের খুঁটি, গাছপালা, নদীবাঁধের ভাঙন সহ বিভিন্ন ছবি ধরা পড়েছে। সরকারিভাবে জানা গিয়েছে, জেলায় ব্লক ধরে ধরে সমীক্ষা চলছে।

ক্ষতির অঙ্ক নিখুঁতভাবে হিসেবে করতে সমীক্ষা রিপোর্ট হাতে পাওয়ার পর ড্রোনের তোলা ছবির সঙ্গে তা মিলিয়ে দেখে নেওয়া হবে। জানা গিয়েছে, ৩০টি ড্রোন নামিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। ৫০ জনের একটি দল প্রতিদিন ১০ ঘন্টা ধরে ছবি তুলছেন। উল্লেখ্য, দক্ষিণ ২৪ পরগনা জেলার ২৯টি ব্লকের ৩১৫টি গ্রামপঞ্চায়েতের ৭৩ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত বলে প্রাথমিক রিপোর্টে জানা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here