Home Miscellaneous করোনা মুক্ত কেজরিওয়াল

করোনা মুক্ত কেজরিওয়াল

23
0
ARVINDKEJRIWAL
ARVINDKEJRIWAL

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে, এমন খবর সোমবার প্রায় ভাইরাল হয়ে গিয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমে। অবশেষে মঙ্গলবার বিকেলে আসে স্বস্তির খবর। এদিন মুখ্যমন্ত্রীর কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। সংবাদ সংস্থা এএনআই ক’দিন আগেই জানিয়েছিল, বেশ কিছুদিন ধরে সর্দি, কাশিতে ভুগছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সঙ্গে ছিল গলা খুসখুসের সমস্যাও। এরপরই করোনা আশঙ্কায় তিনি সোমবার হোম কোয়ারেন্টাইনে যান। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই মিললো স্বস্তির খবর, তিনি করোনা মুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here