কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কৃষি ডিরেক্টরেট আম্ফান প্রভাবে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে সব অফিস খোলা রাখার নির্দেশ জারি করেছে। একটি নির্দেশিকায় ডিরেক্টরেট জানিয়েছে, গত ২০ মে আম্ফানের প্রভাবে কৃষির ক্ষয়-ক্ষতির সমীক্ষা ও পরিস্থিতি স্বাভাবিক করার কাজগুলি করা জরুরি। এই পরিস্থিতিতে সপ্তাহে সব কাজের দিন এবং সরকারি ছুটির দিনগুলিতে অফিসগুলি খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অফিসার ও কর্মীদের উপস্থিত থাকতেও বলা হয়েছে।