কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা সংক্রমণের জেরে আর্থিক বিপাকে ভারতের বিমান শিল্প। ব্যবসা একেবারেই থমকে। পাশাপাশি কমছে বিদেশি বিমানকে পরিষেবা দিয়ে হওয়া আয়ও। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, কলকাতার ওপর দিয়ে রোজ গড়ে ৫০০ বিদেশি ভারতে না নেমে, পূর্ব থেকে পশ্চিমে অথবা উল্টোদিকে যাওয়ার সময় এদেশের এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-এর পরিষেবা গ্রহণ করত।
বর্তমান পরিস্থিতেতে এখন তা নেমে গিয়েছে ১৫০-এ। সূত্রের আরও খবর, অনেক দেশ তাদের আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ করেছে। পরিস্থিতি বিবেচনায় তা কমিয়েও দিয়েছে। এই বিমানগুলিকে পরিষেবা দিয়ে মার্চের প্রথম সপ্তাহে কলকাতা এটিসি-র প্রায় ৫.৫ কোটি টাকা আয় হয়েছিল। এখন তা দাঁড়িয়েছে ২ – ২.৫ কোটিতে। বর্তমানে কিছু বিদেশি, মূলত পণ্য ও উদ্ধারকারী উড়ান চলছে। এইসব পরিষেবা বন্ধ হলে আয় তলানিতে গিয়ে পৌঁছবে এমনটাই বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
উল্লেখ্য, সিঙ্গাপুর, ব্যাঙ্কক, হংকং সহ পূর্বের দেশ থেকে বিমান পশ্চিমে গেলে কম ঘুরতে ভারতে প্রবেশ করে মূলত মায়ানমার বা বাংলাদেশ হয়ে। আরও প্রবেশ করলেই তা কলকাতা এটিসি-র অধীনে আসে।