Home Miscellaneous ভারতীয় দল খেলতে না এলে ভেঙে পড়ব মন্তব্য লাবুসানের

ভারতীয় দল খেলতে না এলে ভেঙে পড়ব মন্তব্য লাবুসানের

27
0
marnus
marnus

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনার কারণে বিদেশি দলের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। অস্ট্রেলিয়াতে এই নিষেধাজ্ঞা চালু থাকবে কতদিন তা এখনো অজানা। বছরের শেষে রয়েছে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফর। ভারত -অস্ট্রেলিয়া সিরিজ না হলে তা দেশের জন্য খুব খারাপ খবর হবে। এমন মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার নতুন তারকা ব্যাটসম্যান মার্নাস লাবুসানে। তিনি জানিয়েছেন, ভারতের বিরুদ্ধে খেলা না হলে শুধুমাত্র আমার নয়, পুরো দলের পক্ষে হবে খারাপ হবে। ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here