একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত ভারতীয় রেলের
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: কুয়াশার কারণে ট্রেন বাতিলের নির্দেশ রেল কর্তৃপক্ষের। সূত্রের খবর, ৩১ ডিসেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিল হয়েছে বলে খবর। দেশের একাধিক জায়গায় কুয়াশার জন্য ট্রেন বাতিল করার এই সিদ্ধান্ত। পাশাপাশি বেশ কিছু ট্রেনের সময়েরও রদ- বদল হয়েছে বলে ভারতীয় রেল সূত্রে জানা যায় ৷ উত্তর পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় রেল ১৬ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি একাধিক ট্রেন বাতিল করেছে ৷
যার মধ্যে রয়েছে- গোরক্ষপুর-আনন্দ বিহার টার্মিনাস (ট্রেন সংখ্যা ০২৫৭১) ১৬ ডিসেম্বর, ২০,২৩,২৭ ও ৩০ জানুয়ারি, ৩,৬,১০,১৩,১৭,২০,২৪, ২৭ ও ৩১ এর মধ্যে সমস্ত বুধবার ও রবিবার বাতিল থাকবে ৷ অন্যদিকে আনন্দ বিহার টার্মিনাস-গোরক্ষপুর (ট্রেন সংখ্যা ০২৫৭২) ১৭,২১,২৪,২৮,৩১ ডিসেম্বর ও ৪,৭,১১,১৪,১৮,২১,২৫ ও ২৮ জানুয়ারির মধ্যে সমস্ত রবিবার ও বৃহস্পতিবার বাতিল থাকবে ট্রেন ৷
রেল সূত্রের আরও খবর, গোরক্ষপুর-কানপুর আনওয়ারগঞ্জ (ট্রেন নম্বর ০৫০০৪) ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রয়াগরাজ রামবাগ থেকে কানপুর আনওয়ারগঞ্জের মধ্যে এবং কানপুর আনওয়ারগঞ্জ-গোরক্ষপুর (ট্রেন নম্বর ০৫০০৩) ১৬ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত কানপুর আনওয়ারগঞ্জ-প্রয়াগরাজ রামবাগের মধ্যে বাতিল থাকবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে আরও জানা যায়, সম্প্রতি কৃষি বিল নিয়ে আন্দোলন চলছে তার কারণেও বেশি কিছু ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর।

