কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রত্যন্ত এলাকায় এবার করোনা টেস্ট করতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, “ইনফেকশাস ডিজিস ডায়গনস্টিক ল্যাব” বা আই-ল্যাব নামে ভ্রাম্যমাণ মেডিক্যাল ভ্যান এবার পৌঁছে যাবে দেশের যে-কোনও স্থানে। এই মেডিক্যাল ভ্যানে প্রতিদিন গড়ে ২৫ জনের “আরটি-পিসিআর” টেস্ট-সহ হতে পারে ৩০০টি করে “এলাইজা” পরীক্ষা। করোনা ছাড়াও যক্ষ্মা এবং এইডসেরও পরীক্ষাও করা যাবে এই ভ্রাম্যমাণ ভ্যানে, এমনটাই স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, করোনার সংক্রমণ দ্রুত বাড়ছে, তা এবার শহর থেকে গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়ছে। টেস্টের হার বাড়ানোর পাশাপাশি প্রত্যন্ত এলাকাতেও করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। সূত্রের আরও খবর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের পরামর্শ ও সহায়তায় বিশাখাপত্তনমের একটি কোম্পানি এই বিশেষ ভ্রাম্যমাণ ভ্যান তৈরি করেছে। এ বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানিয়েছেন, প্রতিটি রাজ্যকেই এই ভ্রাম্যমাণ মেডিক্যাল ভ্যান ব্যবহারের আহ্বান করছি।