কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : নতুন ফরম্যাট নিয়ে ক্রিকেটে ফিরতে চলেছে দক্ষিণ আফ্রিকা। সূত্রের খবর, গত ২৭ জুন সেঞ্চুরিয়ানে হবে ৩৬ ওভারের প্রদর্শনী ম্যাচ। যার পোশাকি নাম থ্রি-টিসি। উল্লেখ্য, করোনার আবহে অন্য দেশের মতো দক্ষিণ আফ্রিকাতেও ক্রিকেট বন্ধ ছিল। এখন প্রকোপ কমেছে। তাই খেলা আবার শুরু করার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। জানা গিয়েছে, ৩টি দলকে নেতৃত্ব দেবেন এবি ডিভিলিয়ার্স, কুইন্টন ডি-কক ও কাগিসো রাবাদা। এই ম্যাচ থেকে পাওয়া অর্থ করোনার ক্ষতিগ্রস্ত ক্রিকেট কমিউনিটিকে দেওয়া হবে বলে জানা গিয়েছে।