Home Miscellaneous “আম্ফান” ঝড়ের আতঙ্কে ত্রাস বঙ্গে

“আম্ফান” ঝড়ের আতঙ্কে ত্রাস বঙ্গে

52
0
Amphan-1
Amphan-1

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আগামীকাল বুধবার আছড়ে পড়ার সম্ভাবনা আম্ফানের। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর, সম্ভাব্য লক্ষ্যস্থল হচ্ছে বঙ্গের দিঘা থেকে বাংলাদেশের হাতিয়া দ্বীপের মাঝের অঞ্চল এলাকায়। দুর্যোগের পূর্বাভাস থাকছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলি-সহ বেশ কিছু জেলায়। কোথাও কোথাও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও প্রবল।
আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বঙ্গেই প্রভাব পড়ার সম্ভাবনা বেশি। ঘন্টায় ১৬৫-১৭৫ কিমি বেগে ঝড় বইতে পারে। সর্বোচ্চ বেগ হওয়ার সম্ভাবনা ঘন্টায় ১৯৫ কিমি। প্রবল বৃষ্টির সম্ভাবনাও থাকছে।
এ বিষয়ে আবহাওয়া বিশেষজ্ঞরা আরও জানা গিয়েছে, সাগরের জলের তাপমাত্রা বেশি থাকলে জলীয় বাষ্প তৈরি হবে। তা শুষে শক্তিবৃদ্ধি হবে। ঘূর্ণিঝড় আম্ফান দ্রুত প্রবল এবং অতিপ্রবল সুপার সাইক্লোনে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা। আবার হাওয়া অফিসের পূর্বাভাস, মারাত্মক ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে।
উল্লেখ্য, সুন্দরবন এলাকা এখনও বুলবুলের ধাক্কা সামলে উঠতে পারিনি। ম্যানগ্রোভ অরণ্য নষ্ট হওয়ার পর সেই ক্ষতি এখনও পূরণ হয়নি আতঙ্কে রয়েছেন সুন্দরবন বাসিন্দারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here