Home Miscellaneous রাজ্যের নয়া পদক্ষেপ, নোনা জলেই “নোনা স্বর্ণ” ধান চাষ

রাজ্যের নয়া পদক্ষেপ, নোনা জলেই “নোনা স্বর্ণ” ধান চাষ

51
0
nona swarna paddy
nona swarna paddy

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: আম্ফান বিধ্বস্ত উপকূলবর্তী মানুষদের দুর্দশা দূর করার নয়া পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। বিশেষত ধানচাষীদের জমিতে নোনা উঠে যাওয়ায় সমস্যা বেড়েছে। সূত্রের খবর, নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন জেলাপ্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঝড়ে বিধ্বস্ত প্রাথমিক ক্ষয়ক্ষতির প্রাথমিক রিপোর্টও পেশ করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নোনা জল যেসব জায়গায় ঢুকেছে, সেখানকার জন্য এক ধরনের বীজ কৃষিদপ্তর আবিষ্কার করেছে। এরফলে নোনা জলেই ধানচাষ সম্ভব হবে। “নোনা স্বর্ণ” নামে ওই ধান ওইসব এলাকার মানুষ চাষ করতে পারবেন। পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ত্রাণ কাজে নজরদারির জন্য ক্যাম্প করে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রীর সচিবালয়ের সচিব সৌমেন বন্দ্যোপাধ্যায়কে উত্তর ২৪ পরগনায় ত্রাণের কাজে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে পূর্ত ও সেচ সচিব নবীন প্রকাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here