Home Miscellaneous লাদাখ সীমান্তে ভারত-চিন সেনাবাহিনীর অবস্থানে বদল

লাদাখ সীমান্তে ভারত-চিন সেনাবাহিনীর অবস্থানে বদল

37
0
India-China Border
India-China Border

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কঠোর মনোভাব নিয়েছে দিল্লি। এরপর সীমান্তে পিছু হটছে চিন। সূত্রের খবর, লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরিয়ে নিচ্ছে চিন। পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকা ও হটস্প্রিং অংশ থেকে লালফৌজ প্রায় আড়াই কিলোমিটার পিছনে সরে গিয়েছে বলে খবর। উল্লেখ্য, গত ৬ জুন দুই দেশের কমান্ডার স্তরের সেনা বৈঠকের সময়ই অনড় অবস্থান গ্রহণ করেছিল নয়াদিল্লি। সূত্রের আরও খবর, সীমান্ত থেকে চিন অতিরিক্ত ফৌজ না সরালে ভারত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় সেনা মোতায়েন বাড়াতেই থাকবে বলে জানানো হয়।

প্রসঙ্গত, বৈঠকের পর দুই দেশের বিদেশ মন্ত্রক পৃথক বিবৃতিতে জানিয়েছে, শান্তিপূর্ণ আলোচনাই সীমান্ত সমস্যা সমাধানের পথ। এক্ষেত্রে ভারত-চিন পুনরায় বৈঠকের মাধ্যমে সীমান্তে স্বাভাবিকতা ফেরাতে বদ্ধপরিকর। এরপর চলছিল স্নায়ুর লড়াই। সেনা মোতায়েন একইরকম ছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সীমান্ত সঙ্কট নিয়ে রীতিমতো হুঁশিয়ারির সুরে চিনকে বার্তা দিয়েছিলেন, আমাদের সম্মানে আঁচ লাগলে বরদাস্ত করা হবে না। তারপর ৩ সপ্তাহেরও বেশি সময়ের পর, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় উভয় পক্ষের সেনাবাহিনীর অবস্থানে বদল আসে। সরে যাচ্ছে চিনা সেনা। একই অবস্থান নেয় ভারতীয় বাহিনীও। সরকারি সূত্রের খবর, সেনা সরানোর প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ায় আবারও বৈঠক হবে ব্যাটালিয়ন কমান্ডার স্তরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here