Home Miscellaneous কর আদায়ে কড়া পদক্ষেপ নেওয়া যাবে নাঃ কেন্দ্রীয় নির্দেশিকা

কর আদায়ে কড়া পদক্ষেপ নেওয়া যাবে নাঃ কেন্দ্রীয় নির্দেশিকা

46
0
CBDT
CBDT

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : কর আদায়ে কড়া পদক্ষেপ নয়, এমনই নির্দেশ কেন্দ্রের। উল্লেখ্য, লকডাউন পর্বে দেশের আয়কর আদায় তলানিতে ঠেকেছে। সূত্রের খবর, করদাতাদের উপর চাপ সৃষ্টি করা যাবে না বলে জানানো হয়েছে। অন্যদিকে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টর ট্যাক্সেস তার অফিসারদের নোটিস জারি করে জানিয়েছে, করদাতারা ক্ষুব্ধ হয়ে যান, এমন কোনও কাজ করা যাবে না। আরও উল্লেখ করা হয়েছে, করোনা পরিস্থিতিতে সঙ্কট চলাকালীন আয়কর দাতাদের সঙ্গে এমন কোনও বিষয়ে যোগাযোগ করা যাবে না, যার বিরূপ প্রভাব পড়ে। এক্ষেত্রে আরও খবর, দপ্তর শুধু নির্দেশিকা জারি করেছে এমন নয়, সফটওয়্যারের মাধ্যমে করদাতাদের যে নোটিস ধরানো হয়, সেটিও আপাতত বন্ধ করে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here