Home Miscellaneous একনজরে বাংলার হটস্পট এলাকাগুলি

একনজরে বাংলার হটস্পট এলাকাগুলি

5
0
nabanna5
nabanna5

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যে বেশ কিছু জায়গাকে হটস্পট বলে চিহ্নিত করা হয়েছে।

দেখে নেওয়া যাক কোন কোন এলাকাগুলিকে হটস্পট বলে চিহ্নিত করা হল :—
কলকাতার আলিপুর, পণ্ডিতিয়া রোড, মুদিয়ালি, বড়বাজার, নয়াবাদ ও ভবানীপুর; উত্তর ২৪ পরগনার সল্টলেক (আংশিক), বেলঘরিয়া, দমদম (আংশিক); হাওড়ার শিবপুর; নদিয়ার তেহট্ট; পূর্ব মেদিনীপুরের এগরা এবং সম্পূর্ণ হলদিয়া। এছাড়াও সম্পূর্ণ কালিম্পঙ।

West Bengal Map

সম্পূর্ণ লকডাউনের নির্ধারিত নিয়মবিধি :– হটস্পট চিহ্নিত এলাকা এবং তার বাইরের বাফার জোনে অতি জরুরি প্রয়োজন ছাড়া যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। নির্দিষ্ট ছাড়পত্র ছাড়া ওইসমস্ত এলাকাগুলি থেকে কেউ বেরোতে বা ঢুকতে পারবে না। এলাকা থেকে বেরোনো বা ঢোকার সময় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা হবে এবং সঙ্গে চলবে কড়া নজরদারি। ওই নির্দেশিকায় বলা হয়েছে, এলাকার সমস্ত নাগরিকের সোয়াব নমুনা সংগ্রহ করা হবে, সঙ্গে সঙ্গে এলাকায় পরীক্ষাও বাড়ানো হবে। সামান্য উপসর্গ দেখা দিলেও রাখা হবে নিকটবর্তী কোয়ারেন্টাইন সেন্টারে। উপসর্গ বেশি দেখা দিলে বা বেশি আক্রান্তদের করোনা হাসপাতালে ভর্তি রেখে চলবে চিকিৎসা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here