Home Miscellaneous হুগলি নদীতে জালে মাছ নয় ঘড়িয়াল ধরা পড়ল

হুগলি নদীতে জালে মাছ নয় ঘড়িয়াল ধরা পড়ল

39
0
Ghorial
Ghorial

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : হুগলি নদীতে জালে ধরা পড়ল ঘড়িয়াল। স্থানীয় সূত্রের খবর, চাকদহে হুগলি নদীর থেকে মৎস্যজীবীদের জালে পড়ল একটা ঘড়িয়াল। রানিনগর ঘাটে প্রায় ৭ ফুট লম্বা ঘড়িয়ালটিকে দেখতে ভিড় জমে যায়। এমনকী গুজব ছড়িয়ে পড়ে কুমির জালে পড়েছে। এরফলে ভিড় বাড়তে থাকে। এক্ষেত্রে সামাজিক দূরত্ববিধি মানা হয়নি বলেও অভিযোগ। এরপর পুলিশ ভিড় সরিয়ে দেয়। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, উদ্ধার হওয়া ঘড়িয়ালটিকে বনদপ্তর বেথুয়াডহরি বন সংরক্ষণ কেন্দ্রে পাঠিয়েছে। জানা গিয়েছে, গভীর রাতে হুগলি নদীতে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়েছিলেন মৎস্যজীবী সুভাষ বিশ্বাস ও দীপঙ্কর সরকার। জোয়ার থাকায় নদীর মাঝখানে চলে যান দুই মৎস্যজীবী। তাঁদের জালে ভারি কিছু পড়ে। বড় মাছ ভেবে জাল জলের তলায় রেখে পরে ঘাটে নিয়ে আসেন তাঁরা। সকাল হতেই দেখা যায়, জালে মাছ নয় ঘড়িয়াল ধরা পড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here