কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : বহু গরিব মানুষকে মিল বন্টন করল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। সূত্রের খবর, লকডাউন পর্বে এক লক্ষেরও বেশি মিল গরিব ও দুঃস্থদের মধ্যে বন্টন করা হয়েছে। পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, শিয়ালদহ বিভাগে আরপিএফ, আরপিএসএফ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় খাবার তৈরি করছে আইআরসিটিসি। আবার আরপিএফ নিজেদের উদ্যোগেও খাবার তৈরি করছে বলেও খবর। ওই খাবার শিয়ালদহ, পার্কসার্কাস, বিধাননগর, বালিগঞ্জ ও সোনারপুর-সহ বিভিন্ন জায়গায় নিয়মিত বন্টন করাও হচ্ছে। পাশাপাশি শিয়ালদহ বিভাগের মতো গরিব ও দুঃস্থদের মধ্যে খাবার বিলি করছে পূর্ব রেলের হাওড়া, আসানসোল ও মালদহ বিভাগ। রান্না করা খাবার ছাড়াও বিভিন্ন খাদ্যসামগ্রী বন্টনও করা হচ্ছে।