Home Miscellaneous দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে এল ৩৮ শ্রমিক স্পেশাল ট্রেন

দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে এল ৩৮ শ্রমিক স্পেশাল ট্রেন

3
0
South-Eastern Railway-2
South-Eastern Railway-2

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ৩৮টি শ্রমিক স্পেশাল ট্রেন এসেছে দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে। সূত্রের খবর, ৩৮টি শ্রমিক স্পেশাল ট্রেন এল দক্ষিণ-পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে। শ্রমিক ও অন্যান্যরা মিলিয়ে মোট যাত্রী সংখ্যা ছিল ৪৫ হাজার। ওই রেল সূত্রে আরও জানা গিয়েছে, ১৫টি স্পেশাল ট্রেন এসেছে খড়গপুর বিভাগের হাওড়া, হিজলি ও বালেশ্বর স্টেশনে। ৮টি স্পেশাল ট্রেন এসেছে আদ্রা বিভাগের বাঁকুড়া, পুরুলিয়া ও বোকারো স্টিল সিটি স্টেশনে। ১১টি স্পেশাল ট্রেন এসেছে রাঁচি বিভাগের হাতিয়া স্টেশনে। ৪টি স্পেশাল ট্রেন এসেছে চক্রধরপুর বিভাগের টাটানগর স্টেশনে। জানা যায়, ট্রেনগুলি এসেছে- তামিলনাড়ু, কর্নাটক, তেলেঙ্গানা, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্য থেকে। দুটি শ্রমিক স্পেশাল ট্রেন দক্ষিণ-পূর্ব রেলের দুটি স্টেশন থেকে ছেড়েছে বলে খবর। একটি ট্রেন জয়পুরের উদ্দেশে হাতিয়া স্টেশন থেকে ছেড়েছিল গত ১৪ মে পর্যন্ত। অন্য একটি শ্রমিক স্পেশাল ট্রেন শালিমার স্টেশন থেকে ছাড়ে বিকানিরের উদ্দেশে। রাস্তায় যাত্রীদের পর্যাপ্ত খাবার এবং পানীয় জল সরবরাহ করা হচ্ছে বলেও দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here