কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : করোনার আবহে বাতিল জাতীয় গেমস। ভারতের জাতীয় গেমস আগামী ২০ অক্টোবর থেকে গোয়ায় এই প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা ছিল। দেশ কবে করোনা পরিস্থিতি মুক্ত হবে তা অজানা। সূত্রের খবর, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) গোয়ার রাজ্য সংস্থার কাছে জানতে চেয়েছিল নির্ধারিত সূচি মেনে তারা জাতীয় গেমস আয়োজন করতে সক্ষম কিনা। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় গোয়ার মুখ্যমন্ত্রী জাতীয় গেমস আয়োজনের অনুমতি দেননি। এরফলে বাতিল হয়ে যায় অক্টোবরে নির্ধারিত জাতীয় গেমস। জানা গিয়েছে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে আলোচনা করে গেমসের নতুন দিনক্ষণ নির্ধারণ করবে আইওএ।