Home Miscellaneous আম্ফান কবলিত এলাকায় ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ মুখ্যমন্ত্রীর

আম্ফান কবলিত এলাকায় ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ মুখ্যমন্ত্রীর

3
0
Nabanno
Nabanno

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আজ নবান্ন থেকে ঘূর্ণিঝড় কবলিত এলাকায় ত্রাণসামগ্রী পাঠানোর উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, ঘূর্ণিঝড় বিধ্বস্ত সাত জেলায় নবান্ন থেকে পাঠানো হয়েছে ত্রাণসামগ্রী। নিজে দাঁড়িয়ে থেকে সেই ত্রাণ পাঠাবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আম্ফান ঘূর্ণিঝড়ের পর থেকেই মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন।

ভিডিও কনফারেন্সও করেছেন তিনি। আবার ২৪ ঘন্টার মধ্যে প্রবল ঝড়ে ক্ষয়-ক্ষতির হিসেব সহ সব ধরনের পরিস্থিতিতে পরামর্শ এবং নির্দেশও দিয়েছেন। উল্লেখ করা যায়, সবচেয়ে আক্রান্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় রাজ্য সরকারের দুই সিনিয়র অফিসারকে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। উত্তর ২৪ পরগনায় গিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, দক্ষিণ ২৪ পরগনায় গিয়েছেন সেচ ও পূর্ত সচিব নবীন প্রকাশ। পাশাপাশি মুখ্যমন্ত্রী জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন, অনাহার ও দুর্গত মানুষদের দেখার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here