ফুটবলারদের মধ্যে প্রথম ১০০ কোটি ডলার উপার্জন রোনাল্ডোর
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারদের তালিকায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফোর্বসের প্রকাশিত বিশ্বের ধনী ক্রীড়াবিদদের তালিকায় মেসিকে টেক্কা দিয়েছেন সি আর সেভেন। সূত্রের খবর, শেষ এক বছরে রোনাল্ডোর আয় ছিল ১০৫ মিলিয়ন ডলার। ১৭ বছরের ফুটবল জীবনে এখনও পর্যন্ত তাঁর মোট উপার্জন ৬৫০ মিলিয়ন ডলার। এছাড়া বিজ্ঞাপন ও বিভিন্ন স্পনসরশিপ চুক্তি থেকে আরও ৩৫০ মিলিয়ন তিনি আয় করেন।
সব মিলিয়ে বছর শেষে ১০০০ মিলিয়নের ঘরে পা রাখবেন এই পর্তুগিজ তারকা। উল্লেখ্য, ক্রীড়াজগতে এখনও পর্যন্ত বিলিয়নিয়ার বা ১০০ কোটি ডলার আয় করতে পেরেছেন মাত্র ৪ জন। তাঁদের মধ্যে রয়েছেন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডন, গলফার টাইগার উডস, প্রো-বক্সিংয়ে ফ্লয়েড মেওয়েদার এবং ফর্মুলা রেসিংয়ে মাইকেল শ্যুমাখার। পঞ্চম খেলোয়াড় হিসেবে এই তালিকায় নাম রয়েছে পর্তুগিজ মহাতারকার। ফুটবলারদের মধ্যে তিনিই প্রথম কেরিয়ারে ১০০ কোটি ডলার উপার্জন করতে চলেছেন।