কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : পিটারসেন ক্রিকেটার হিসেবে সফল। ধারাভাষ্যকারের ভূমিকাতেও সুনাম রয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের পশুপ্রেমের কথা অনেকেরই জানা। সূত্রের খবর, নেচার ও ওয়াইল্ড লাইফের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। এবার গণ্ডার সংরক্ষণ নিয়ে কাজ করছেন ইংল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার। বিশ্ব পরিবেশ দিবসে কেভিন পিটারসেন জানিয়েছেন, গণ্ডার সংরক্ষণে পৃথিবীর মধ্যে শীর্ষে ভারত। আমি ওখানে এই সংক্রান্ত কাজ করতে চাই।