কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: লকডাউন পরিস্থিতির জেরে গৃহবন্দি মানুষ। সংসার টানতে পথে নেমেছেন মালবাজার আদর্শ বিদ্যাভবনের ফার্স্ট বয় অয়ন সেন। অভাবের তাড়নায় ডিম বিক্রি করছে সে। ২ বছর আগে মাধ্যমিকে ৭০০ নম্বরের মধ্যে ৬১৩ পেয়ে পাশ করেছিল অয়ন। এবার উচ্চমাধ্যমিক ওই পরীক্ষার্থীর বিজ্ঞান বিভাগের পদার্থবিদ্যা ও রসায়নের মতো পরীক্ষা এখনও বাকি। সংসার টানতে বাবা দীনেশ সেন আনাজ নিয়ে বাজারে বসছেন। তাঁর থেকে দূরত্ব বজায় রেখে ডিম বেচছে অয়ন।
স্থানীয় সূত্রে খবর, মেধাবি ওই ছাত্রের পিতা দর্জির কাজ করে সংসার চালাতেন। লকডাউনে বন্ধ সেলাই মেশিনের কাজ। সংসার টানতে আনাজ নিয়ে বসতে শুরু করেছেন মালবাজারের স্থানীয় বাজারে। অত্যন্ত আক্ষেপের সুরে অয়নের বাবা দীনেশবাবু জানিয়েছেন, ছেলে রাস্তায় বসে ডিম বেচবে, এটা কোনওদিনই চাইনি। মেধাবী অয়ন ক্রেতাদের মুখের দিকে তাকাতে ইতস্তত বোধ করলেও এই দুঃসময়ে বাবাকে সাহায্য করতে ডিম বিক্রি করছে সে। অয়নের আদর্শ বিদ্যাভবনের প্রধান শিক্ষক উৎপল পাল জানিয়েছেন, অয়নের মতো ছাত্রকে অভাবের তাড়নায় দোকান দিতে হচ্ছে, এটা শোনাও দুর্ভাগ্যের। আমরা ব্যবস্থা নিচ্ছি।