Home Miscellaneous ভরা কোটালে নদীবাঁধ উপচে প্লাবিত এলাকা

ভরা কোটালে নদীবাঁধ উপচে প্লাবিত এলাকা

22
0
moni river
moni river

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ভরা কোটালে বাঁধ ভেঙেছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দুই জেলাতেই। আম্ফান ধাক্কা কাটিয়ে ওঠার পরই পূর্ণিমার ভরা কোটালের জেরে মণি নদীর বাঁধ ভাঙল। বাঁধ উপচে প্লাবিত হল এলাকা। স্থানীয় সূত্রের খবর, মথুরাপুর ২ নং ব্লকের কুমড়োপাড়া ও নন্দকুমারপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, নোনা জল ঢুকে ক্ষতি হয়েছে কয়েকশো বিঘা চাষের জমি।

পাশাপাশি সবজি বাগান পানের বরজ নষ্ট হয়েছে। অন্যদিকে, মাছ চাষের পুকুর ও ভেড়ি নোনা জলে ক্ষতিগ্রস্ত। ক্ষয়ক্ষতি হয়েছে কাঁচা বাড়িরও। দুর্গত এলাকায় যান স্থানীয় জনপ্রতিনিধিরাও। ব্লক ও সেচদপ্তরের কর্তাব্যক্তিরা এলাকা পরিদর্শন করেছে বলে জানা গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here