কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: করোনা সঙ্কট মোকাবিলায় মরিয়া রাজ্য সরকার। করোনাজনিত পরিস্থিতিতে রাজস্ব সংগ্রহ একপ্রকার তলানিতেই। জেরবার পরিস্থিতির মধ্যেই সরকারি-সরকার পোষিত সংস্থার কর্মচারীদের জন্য উৎসব বোনাস এবং অগ্রিম ভাতার পরিমাণ বৃদ্ধি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়। সূত্রের খবর, আসন্ন ঈদ এবং আগামী দুর্গাপুজো এই দুই উৎসবের জন্যে পাওয়া যাবে বোনাস ও অগ্রিম ভাতার সুযোগ।
নবান্নে এক সাংবাদিক সম্মেলনে এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, বোনাস এবং অগ্রিম ভাতা বৃদ্ধির ঘোষণায় সুফল পাবেন ১০ লক্ষেরও বেশি সরকারি কর্মচারী, পঞ্চায়েত-পৌরসভা, বিশ্ববিদ্যালয়, স্কুল নিগম, স্বশাসিত সংস্থা, পর্ষদ কর্মী ও সমস্ত স্তরের চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীরা। এ বাবদ ৪০০ কোটি টাকা বাড়তি খরচ হবে বলেও সরকারিভাবে জানা গিয়েছে।