domestic flightMiscellaneous 

১৯ মে থেকে বিশেষ অন্তর্দেশীয় উড়ান পরিষেবা চালু এয়ার ইন্ডিয়ার

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক: ১৯ মে থেকে বিশেষ অন্তর্দেশীয় পরিষেবা চালু করতে চলেছে এয়ার ইন্ডিয়া। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে আটকে থাকা যাত্রীদের দেশে ফেরাতে ১৯ মে থেকে ২ জুন পর্যন্ত এই উড়ান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া। সূচি তৈরি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এখন শুধু অপেক্ষা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সবুজ সংকেত পাওয়া। সূত্রের আরও খবর, সূচি অনুযায়ী জানা যায়, দিল্লি থেকে ১৭৩টি উড়ান, মুম্বাই থেকে ৪০টি, হায়দরাবাদ থেকে ২৫টি এবং কোচি থেকে ১২টি উড়ান চলবে। প্রাথমিকভাবে ঠিক হয় ১৫ মে থেকে পরিষেবা চালু হবে। পরে তা পিছিয়ে ১৭ মে করা হয়। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে ১৯ মে।

Related posts

Leave a Comment