Home Miscellaneous দুদিন পরেই খুলছে তারাপিঠের মন্দির

দুদিন পরেই খুলছে তারাপিঠের মন্দির

31
0
Maatara
Maatara

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্কঃ আগামী ২৩জুন তারাপীঠের মন্দির খুলে যাবে।মন্দির কমিটির বৈঠকের পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।প্রতীক্ষার অবসান ঘটল।সূত্রের খবর, গত ১৬জুন এই মন্দির খোলার কথা ছিল।করোনার আবহে তা শেষ পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।তবে স্বাস্থ্যবিধি মেনেই এই মন্দির খোলা হবে।মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, মন্দিরের ৩টি গেটে বসানো হয়েছে স্যানিটাইজার টানেল।গোটা মন্দির চত্বর স্যানিটাইজড করা হচ্ছে বলেও খবর।মন্দির খোলা হলেও তারাপীঠের হোটেল মালিকরা উদ্বিগ্ন স্বাস্থ্য বিধি মানার বিষয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here