আয়ের ক্ষেত্রে পিছিয়ে বঙ্গের কৃষক : সমীক্ষা
কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : আয়ের দিক থেকে পিছিয়ে রাজ্যের কৃষকরা। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের কৃষক পরিবারের গড় দৈনিক আয় মাত্র সাড়ে ২২ টাকা। তা মাসে মোট ৬,৭৬২ টাকা। সমীক্ষায় এমনই তথ্য সামনে এসেছে। কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের সংস্থা এনএসএসও-র সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী জানানো হয়েছে, রাজ্যের কৃষক পরিবারের আয়ের সামান্য অংশই ফসল বেচে রোজগার হয়। অর্ধেকের বেশি রোজগারই আসে কোনও চাকরি বা ১০০ দিনের কাজ অথবা অন্যের জমিতে কাজ করে। উল্লেখ করা যায়, কেন্দ্রীয় সংস্থা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন করোনা পরিস্থিতির পূর্বে ২০১৮ ও ২০১৯ সালে দেশের কৃষকদের হালহকিকত নিয়ে সমীক্ষা করে। ওই সমীক্ষার রিপোর্টই এবার জনসমক্ষে এসেছে। ওই সমীক্ষা অনুযায়ী আরও জানা গিয়েছে, দেশের কৃষক পরিবারের মাসে গড় আয় ১০,২১৮ টাকা। এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গের কৃষক পরিবারের গড় আয় মাত্র ৬,৭৬২ টাকা। অধিকাংশ রাজ্যেই কৃষক পরিবারের গড় আয় পশ্চিমবঙ্গের থেকে বেশি বলে জানানো হয়েছে।

