Home Miscellaneous লকডাউন উঠার পর বিএ, বিএসসি পরীক্ষার সুপারিশ

লকডাউন উঠার পর বিএ, বিএসসি পরীক্ষার সুপারিশ

7
0
Kolkata Viswovidyalaya
Kolkata Viswovidyalaya

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : লকডাউন উঠার পর এক মাসের মধ্যেই কলেজগুলিতে বিএ, বিএসসি পরীক্ষার আয়োজন করা হোক, কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের বোর্ড অফ স্টাডিজ এমনই সুপারিশ করেছে। এই ক্ষেত্রে প্রস্তাব- বিএ, বিএসসি অনার্স, পাশ কোর্সের চূড়ান্ত বর্ষের পড়ুয়াদের লিখিত পরীক্ষা নেওয়া যেতে পারে। আবার প্রশ্নপত্র তৈরি করা থেকে পরীক্ষার অন্যান্য প্রস্তুতিও ইতিমধ্যেই সমাপ্ত বলে জানানো হয়েছে।

অন্যদিকে বিকমের ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়েছে। তবে এখনও চূড়ান্ত ঘোষণা করতে পারছে না বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, রাজ্যের বৃহত্তম এই বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৩৩টি কলেজ রয়েছে। আবার বিএ, বিএসসি-তে সব কলেজ মিলিয়ে চূড়ান্ত বর্ষে পড়ুয়ার সংখ্যা প্রায় ৭৫ হাজার। অন্যদিকে কমার্স বিষয় নিয়ে পড়েন, এমন পড়ুয়ার সংখ্যা প্রায় ৩০-৩৫ হাজার। পড়ুয়ারা উদ্বিগ্ন তাঁদের পরীক্ষা ও ডিগ্রির ভবিষ্যৎ সংক্রান্ত বিষয় নিয়ে। অন্যদিকে ইউজিসি-র সুপারিশ, রাজ্য সরকার মতামত দেওয়ার পরও এ ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারছিল না বিশ্ববিদ্যালয়। এবার দিশা পাওয়ার অপেক্ষা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here