Home Miscellaneous “আম্ফান” ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বইপাড়ার সাহায্য ঘিরে মতানৈক্য

“আম্ফান” ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বইপাড়ার সাহায্য ঘিরে মতানৈক্য

27
0
College Street Publishers
College Street Publishers

কাজকেরিয়ার অনলাইন নিউজ ডেস্ক : ক্ষতিগ্রস্ত বইপাড়ার সাহায্য ঘিরে তুমুল বিতর্ক। সূত্রের খবর, কলেজ স্ট্রিটের ব্যবসায়ী ও প্রকাশকদের মধ্যে এই বিতর্ক তৈরি হয়। জানা গিয়েছে, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ও অন্যদিকে অন্য কিছু সংগঠন এই বিতর্কে রয়েছে।

সূত্রের আরও খবর, অনেক মানুষ, সংগঠন ও সংস্থা “আম্ফান”-এ লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত বই ব্যবসায়ীদের সহায়তার ডাক দিয়েছেন বলে জানা যায়। সেই অর্থের জোগান এবং বন্টন ঘিরে বই ব্যবসায়ী ও প্রকাশক সমিতিগুলির মধ্যে মতানৈক্য তৈরি হয়েছে। এ সংক্রান্ত বিষয়ে সাংবাদিক বৈঠক করে কিছু প্রকাশক ও ব্যবসায়ী জানিয়েছেন, ৮টি সংগঠন মিলে তৈরি হয়েছে বইপাড়া বাঁচাও কমিটি। এই কমিটিই ক্ষতিগ্রস্ত বই ব্যবসায়ীদের সহায়তা করবে।

এই কমিটির মূল নিশানা গিল্ডের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ প্রকাশক সভার পক্ষ থেকে জানানো হয়েছে, গিল্ড যেভাবে বই বাজারের জন্য টাকা তুলছে, তা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here